April 25, 2024, 11:08 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
তালায় আদম ব্যবসায়ী পরিবারের প্রতারণার স্বীকার শতাধিক পরিবার

তালায় আদম ব্যবসায়ী পরিবারের প্রতারণার স্বীকার শতাধিক পরিবার

তালায় একাধিক মামলার আসামী, আদম ব্যবসায়ী পিতা সহ ৩ পুত্র’রের প্রতারণায় অতিষ্ঠ এলাকাবাসী। অনুসন্ধানের জানা গেছে এই প্রতারক পরিবারের আগ্রাসনের স্বীকার হয়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে শতাধিক পরিবার।প্রতারক চক্রের এই পরিবারের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষদের হয়রানি করতে ও নিজেদের দোষ ঢাকতে ভুক্তভোগী দের নামে মিথ্যা মামলা দিয়ে পাওনাদার সহ এলাকার অনেককে হয়রানী করছে প্রতারক পরিবার তার যথেষ্ট সত্যতা পাওয়া গেছে। ভূক্তভোগী ও এলাকাবাসী প্রতারক পরিবারের বিরুদ্ধে বিচার চেয়ে সরকারী আইন প্রনয়ানকারী বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বলে খবর শোনা গেছে। প্রতারক চক্রের পরিবার টি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুহাটি গ্রামে জনৈক মো. কাদের মালী ও তার তিন পুত্র যথাক্রমে মো. মিজানুর মালী, মো. রেজাউল মালী ও মো. আরিফুল মালী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে পৃথক পৃথক ভাবে তালা, পাইকগাছা থানা, এবং বিজ্ঞ জেলা জজ আদালত সাতক্ষীরা সহ বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় প্রতারনা বিশ্বাস ভঙ্গ এবং নারী ও শিশু নির্যাতন মামলার খবর পাওয়া গেছে।এদিকে নিজেদের দোষ ঢাকতে তাদের অপকর্মের প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানী করার বহু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তথ্যনুসন্ধানে আরও জানা যায়, উপজেলার বারুইহাটি গ্রামের মৃত: সামাদ মালীর পুত্র আব্দুল কাদের মালী উপজেলা নির্বাহী অফিসের নৈশ্য প্রহরী ও পরে ডুপ্লিকেটিং মেশিন অপরেটরে চাকুরী করাকালীন সময়ে অর্থ কেলেংকারী সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন।তার বিরুদ্ধে একাধীক দাপ্তরিক অভিযোগ তালা থানার মামলা নং: ২১ তাং: ৮/০৪/২০ খ্রি: ধারা- ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৫০৬, মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কাদের মালীর বড় ছেলে মো. মিজানুরের বিরুদ্ধে তার সাবেক স্ত্রীর করা যৌতুক নিরোধ আইন এর একটি মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড এবং খুলনায় এন আই এ্যাক্টের একটি মামলায় কারাদন্ড প্রাপ্ত পালাতক আসামি সহ ৮ লক্ষ টাকার অর্থদন্ড প্রাপ্ত ফেরারী আসামী হিসাবে পালাতক রয়েছে। কিন্তু থেমে নেই তার আদম ব্যবসা লোকচক্ষুর অন্তরালে বহাল তবিয়তে কৌশলে পরিচালনা করছেন এই লাভজনক ব্যবসা। মেঝো ছেলে রেজাউল করিম পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার অন্যতম আসামী। তালা ও পাইকগাছা থানায় তার বিরুদ্ধে বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারনার একাধীক অভিযোগ রয়েছে। ছোট ছেলে আরিফুল ইসলাম বাবু সাতক্ষীরা আদালতের বিচারাধীন প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী । তালা থানার মামলা নং:- ২১ তাং: ৮/০৪/২০ খ্রি:। আদম পাচার ও প্রতারণার মামলায় পুলিশের খাতায় ফেরারী হলেও সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতারনার মাধ্যমে শতাধীক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আরিফুল ইসলাম বাবলু। তাদের দ্বারা প্রতারিত হয়ে দুবাই ফেরত জাহিদুল ইসলাম জানান, আরিফুল ইসলাম বাবলুর সহযোগী নিজের মেঝো ভাই রেজাউল মালী আমাদের কাছ থেকে টাকা নিছে তার প্রমাণ হিসাবে ভিডিও আমাদের কাছে রয়েছে। রেজাউল পাইকগাছা থেকে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে তার প্রমান রয়েছে। তাদের প্রতারণার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন তালার সাংবাদিক শামীম খাঁন এর বিরুদ্ধে রেজাউল মালীর ২য় স্ত্রীকে বাদী করে ঢাকার আদালতে একটি নারী নির্যাতন মামলায় সাংবাদিক শামিম জড়ানোর চেষ্টা করছে বলে পিবিআই এর এক তদন্তের নির্দেশে জানা গেছে। সাংবাদিক শামিম খান জানান, কাদের মালীর প্রতারক ছেলে রেজাউল বিদেশে চাকুরী দেবার নামে টাকা নেওয়ার ভিডিও সহ স্বচিত্র প্রতিবেদন মিডিয়ায় ফলাওভাবে প্রকাশ হয়। তার ফলে তাকে বিভিন্ন হুমকীর প্রেক্ষিতে কাদের মালী ও তার ছেলের নামে সাংবাদিক শামিম তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এ বিষয়ে তালা বারুহাটি গ্রামের মোকবুল হোসেন জানান, কাদের মালীর পরিবারের সবাই প্রতারক। তারা আমার প্রতিবেশী হওয়াই স্বাভাবিক জীবন যাপন করতে আহ্বান জানাই। কিন্তুু তারা ক্ষিপ্ত হয়ে আমার নামে ডাকাতি ও ছিনতাই মামলা করে। যা আদালতে মিথ্যা প্রমান হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com