April 16, 2024, 4:48 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
তালায় প্রতিপক্ষর হামলার ঘটনায় চিকিৎসারত বৃদ্ধার মৃত্যু

তালায় প্রতিপক্ষর হামলার ঘটনায় চিকিৎসারত বৃদ্ধার মৃত্যু

তালা প্রতিনিধি: তালার জেঠুয়া গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মারাত্নক আহত আবু মুছা সরদার (৬৫) ঘটনার চারদিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বুধবার (২৫ জানুয়ারী) রাত ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত মুছা সরদার (৬৫) তালার জেঠুয়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে। জানাযায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আবু মুছা সরদারের পরিবারের সাথে একই এলাকার মাহাতাফ সরদারের ছেলে সাইফুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারী বিকালে জমির মাপ-জরিপকে কেন্দ্র করে সাইফুলের নেতৃত্বে লুৎফর সরদার, হাফিজ সরদার, মফিজ সরদার, নুর ইসলাম সরদার হামলা করলে আবু মুছা সরদার (৬৫), মিলি আক্তারকে (৪৬) জখম করে। মারাত্বক আহত অবস্থায় মুছা সরদারকে তালা হাসপাতালে ভর্তি করে ।পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন চিকিৎসকরা। এ ঘটনায় আহত মিলি আক্তার বাদী হয়ে সাইফুলসহ ৫ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৫, তারিখ-২২.০১.২০২৩ ইং। এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, সেদিন মারামারির কোন ঘটনা ঘটেনি, তার পরেও মামলা হয়েছে। আমরা উক্ত মামলায় জামিনে আছি। মৃত্যু নিয়ে অপ-প্রচার চালাচ্ছে। জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু জানান, তিনদিন আগে মারামারি হয়েছে। সে ঘটনায় থানায় মামলাও হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মারামারির ঘটনায় মামলা আছে, বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং মৃত্যু আবু মুছা সরদারের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরে মর্গে পাঠানো হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com