March 28, 2024, 11:33 pm

Notice :
সাতক্ষীরা প্রবাহ পত্রিকায় নিউজ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে ভ্যাকসিনেশন

দেবহাটায় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিস প্রতিরোধে ভ্যাকসিনেশন

দেবহাটায় গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিস (এলএসডি) প্রতিরোধ ও প্রতিকারে ভ্যাকসিনেশন এবং জনসচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার পারুলিয়া ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. তহিদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. নাজমুল হুসাইন, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার শরিফুল ইসলাম ও এবাদুল ইসলাম, এআই টেকনিশিয়ান আজিজুর রহমান, ওহিদুল ইসলাম, নব কুমার, এলএফএ খাদিজা খাতুন, এফএফ মমতাজ পারভীন, এলএসপি শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. তহিদুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের এলএসডি নীতিমালা অনুযায়ী খুলনা বিভাগের পরিচালক এবং জেলা প্রাণিসম্পদ অফিসার এর নির্দেশ মোতাবেক উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুস্থ প্রাণীর ভ্যাকসিনেশন ও জনসচেতনতা সভা, চিকিৎসা কার্যক্রম, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। করোনার মত লাম্পি স্কিন ডিজিস (এলএসডি) একটি ভাইরাস রোগ, সীমান্তবর্তী জেলা এবং জলবায়ু সংবেদনশীল এলাকা হওয়ায় তাপমাত্র বেশি থাকায় এ রোগের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হয়। তাছাড়া প্রাণীর বাসস্থান ও প্রয়োজনীয় নিয়ম মেনে চললে প্রাণীদেহে এ রোগের সংক্রমন এড়িয়ে চলা সম্ভব। তাই গবাদিপশুর খামারে মশারির ব্যবস্থা এবং বন্য প্রাণীর বিচরণ বন্ধ করতে হবে। উল্লেখ্য যে, এই কার্যক্রম উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক ভাবে পরিচালিত হবে। এছাড়া উপজেলা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ সেবা পাবেন গবাদিপশু লালন পালনকারী খামারীরা।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ ইমেইল: ‍arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com