March 29, 2024, 7:00 am

Notice :
সাতক্ষীরা প্রবাহ পত্রিকায় নিউজ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেশের সেবা করতে আগ্রহী এসিড দগ্ধ সোনালী

দেশের সেবা করতে আগ্রহী এসিড দগ্ধ সোনালী

সদ্য প্রকাশিত এসএসসি পরিক্ষায় সফলতা অর্জন করা জন্মের ১৮ দিনেই এসিড দগ্ধ হওয়া সোনালীর হার না মানা আকুতি সে দেশের সেবা করতে চাই। সোনালী তালা উপজেলা পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের নূর ইসলামের মেয়ে। সে চলতি বছরে কুমিরা গার্লস স্কুল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জিপিও ৪.৯৬ পয়েন্ট পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ২০০৪ সালে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের এসিড দগ্ধের স্বীকার হন সোনালীসহ পিতা নুর ইসলাম ও মাতা খোদেজা বেগম।

তখন সোনালীর বয়স মাত্র ১৮ দিন। এসিড দগ্ধ ১৮ দিনের একটি শিশু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আজকের সোনালী যা ভাবলেই গায়ে লোম শিউরে উঠে। বাবা নুর ইসলাম ও মাতা খোদেজা বেগম সোনালী কে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করে ভর্তি করেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের। পরবর্তীতে সোনালীর হার না মানা আত্মবিশ্বাসে এমন সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। সোনালী এসিড দগ্ধ হওয়ার পর সাংবাদিক কল্যাণ ব্যানার্জির সার্বিক সহযোগিতায় দৈনিক প্রথম আলো পত্রিকা পরিবার পাশে ছিলেন বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে সোনালী জানান তিনি লেখাপড়া শিখে মানুষের মত মানুষের মত মানুষ হতে পারে। তিনি সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ ইমেইল: ‍arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com