December 21, 2024, 5:21 pm
সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎ স্পৃষ্টে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের নিজ বাড়িতে ফ্যানের সুইচ বিদ্যুতায়িত হওয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সেনা সদস্য আফজাল হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবন জেলা সদরে সৈনিক পদে কর্মরত ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে সুরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই জানান, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। বুধবার তার ছুটির শেষ দিন ছিল। বেলা ১টার দিকে সে নিজের ঘরে ফ্যান চালাতে যায়। ওই সময় অসাবধানত বসত সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Comments are closed.