March 29, 2024, 5:30 am

Notice :
সাতক্ষীরা প্রবাহ পত্রিকায় নিউজ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
প্রধান শিক্ষক বদিউজ্জামানের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রধান শিক্ষক বদিউজ্জামানের বিরুদ্ধে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

আশাশুনির কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্ধকোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনি কাদাকাটি গ্রামের মরহুম দাউদ হোসেনের পুত্র একেএম ফজলুল হক। লিখিত অভিযোগে তিনি বলেন, কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়টি অত্র এলাকার কিছু গুনি মানুষ প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টির জমিদাতা ছিলেন আমার পিতা। অত্র বিদ্যালয়ে আমি প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। অত্র বিদ্যালয় থেকে ইতোপূর্বে বহু শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার শিক্ষকসহ বহু সরকারি-বেসরকারি পেশায় নিয়োজিত আছেন। কিন্তু ২০১৩ সালে চিহ্নিত জামাত ক্যাডার বদিউজ্জামান প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে বিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে গেছে। শিক্ষাদানের পরিবর্তে প্রধান শিক্ষক এখন নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার কাজে ব্যস্ত রয়েছেন। ফলে বিদ্যালয়টির শিক্ষার মান ক্ষুন্ন হওয়ার পাশাপাশি বিদ্যালয়টির দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে। হাতিয়ে নিচ্ছেন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা।

গ্রামে বহু শিক্ষিত ছেলে বেকার থাকা সত্ত্বেও গোপনে চাকরির বিজ্ঞপ্তি ছাড়াই অন্য এলাকা থেকে ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে ২০ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রধান শিক্ষক নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া ৪র্থ শ্রেণির কর্মচারী ঝাড়–দার মো: জোহর আলীকে ২ মাস আগে অবসর দিয়ে তার ছিলে মো: সাইফুল্লাহকে চাকুরির প্রলোভন দেখিয়ে ৩লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। প্রধান শিক্ষক বদিউজ্জামান সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর। তার বিরুদ্ধে রাষ্টদ্রোহী ও নাশকতার মামলার যথাক্রমে ৩৮, জি আর ৮৩/১৩, তাং- ১২ ফেব্রুয়ারি ২০১৩, মামলা নং- ৪০, জি আর ২৯১/১৪, তারিখ- ১২ এপ্রিল ২০১৪। তিনি জামায়াতের সংগঠনের উচ্চপদে জড়িত থাকার কারনে সময়মত স্কুলে আসেন না। আসলেও সর্বোচ্চ এক ঘন্টা স্কুলে উপস্থিত থাকেন। সাতক্ষীরা শহরসহ জেলার বিভিন্ন অঞ্চলের জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে বিদ্যালয়ে গোপনে মিটিং করে বলে এলাকাবাসী ধারনা করছেন। বিদ্যালয় প্রাঙ্গনে মূল্যবান মেহগনি গাছ উধ্বর্তন কর্মকর্তার অনুমতি ছাড়াই বিক্রয় করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। আমার বিশ^স্ত সূত্রে জানাতে পারলাম স্কুলের সিসি ক্যামেরা বন্ধ করে পুরাতন রড বিক্রয় ও স্কুল গৃহের ছাদ পুরাতন রড দিয়ে ঢালাই দিয়েছেন। তিনি ঐতিহ্যবাহী কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়টি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ ইমেইল: ‍arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com