April 19, 2024, 7:03 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মেধাবী ছাত্রী

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মেধাবী ছাত্রী

সব আয়োজন প্রায় শেষ, কিছুক্ষণ পরেই আসবে বর! সে অপেক্ষায় বিয়ে বাড়ির মানুষ জন। কিন্তু বর আসার আগেই সেখানে হানা দিল প্রশাসন। ভন্ডুল হল বিয়ের সব অনুষ্ঠান। আর সেই সাথে বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামে এক বিয়ে বাড়িতে এমনই কান্ড ঘটেছে। এলাকাবাসী জানায়, দক্ষিন নাংলা গ্রামের মৃত সালাউদ্দীনের ১৩ বছর বয়সী ৮ম শ্রেণি পড়–য়া কন্যার সাথে সেকেন্দ্রা গ্রামের এক ছেলের সাথে বিয়ের আয়োজন করে তার পরিবারের সদস্যরা।

কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা হাজির হয়ে মেয়ের বয়স ১৮ বছরের কম বলে প্রমান পান। পরে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয় প্রশাসন। এঘটনায় ওই ছাত্রীর বয়স পরিপূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না শর্তে অঙ্গিকারনামা প্রদান করেন অভিভাবকরা। পরে সরকারি নির্দেশনা অমান্য করায় মেয়ের চাচাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নওয়াপাড়া সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে। সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সতত্যা নিশ্চিত হওয়ায় তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহন করা হয়। পাশাপাশি বিয়ের আয়োজক চাচাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com