April 25, 2024, 7:12 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান সাতক্ষীরা পুলিশের

মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান সাতক্ষীরা পুলিশের

আব্দুর রহমান: করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বার। ‘মাস্ক পড়ার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগানে রোববার (২১ মার্চ) বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ এর ২য় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বার। এসময় তিনি করোনা মোকাবেলায় জনসচেনতা সৃষ্টির জন্য সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ ও বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতায় লিফলেট ও মাস্ক নিয়ে সড়কে চলাচলকারী মানুষের দ্বারে দ্বারে গিয়ে পুলিশ কাজ করছে। করোনাভাইরাস বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে আমাদের। নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করা এবং মাস্ক ব্যবহার করেতে হবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com