April 25, 2024, 11:59 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা যশোরে নিয়ে সাতক্ষীরা পাটকেলঘাটার সাবেক স্ত্রীকে হত্যা-আটক স্বামী বৈদ্যুতিক খুটিতে ধাক্কা :সাতক্ষীরায় মোটরসাইকেল চালক নিহত অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার মেশিন জব্দ প্রতিবন্ধী নারীর যাতায়াতের রাস্তা আটকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর লক্ষ্যে পরিদর্শন করলেন এম.পি আশরাফুজ্জামান আশু ইয়ামালে ২০০ মিলিয়নের টোপ পিএসজির মদ্যপ ছিলেন শিবা শানু, মারামারিতে নেতৃত্ব দেন জয় চৌধুরী
মুক্তির প্রথম দিনই সাড়া ফেলেছে ‘পোন্নিয়ান সেলভান’

মুক্তির প্রথম দিনই সাড়া ফেলেছে ‘পোন্নিয়ান সেলভান’

গত শুক্রবার মুক্তি পেয়েছে মণি রতœমের বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘পোন্নিয়ান সেলভান : ১’। প্রথম দিনই দুর্দান্ত সাড়া ফেলেছে সিনেমাটি। চিয়ান বিক্রম, কার্তি, জয়মরাভি, ঐশ্বরিয়া রাই এবং ত্রিশা অভিনীত ‘পোন্নিয়ান সেলভান : ১’ তামিলনাড়ু রাজ্যে এবং বিদেশেও দারুণভাবে শুরু করেছে। বলিউড ও বক্স অফিসের বিভিন্ন সূত্র মতে, বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সিনেমাটি তামিলনাড়ুতে অত্যন্ত ভালো ব্যবসা করেছে। এটি এই বছর তামিলনাড়ুতে মুক্তির প্রথম দিনে ‘বিস্ট’ এবং ‘ভ্যালিমাই’-এর পরে তৃতীয় সর্বোচ্চ টিকিট বিক্রি করেছে। এ ছাড়া সিনেমাটির ফিল্মটির প্রি-বুকিং যথেষ্ট শক্ত, যা সামনে একটি শক্তিশালী আয়ের ইঙ্গিত দিচ্ছে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মুক্তির প্রথম দিন গত শুক্রবার ভারতে প্রায় ৪০ কোটি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ৩০ কোটি রুপির মতো আয় করেছে। একটি তামিল চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। তামিলনাড়ুতে ২২-২৫, কর্ণাটকে ৫-৬, কেরালায় ২-৩ ও হিন্দিতে ১-১.৫ কোটি রুপি আয় করেছে এটি। মুক্তির আগে ভারতে এর অগ্রিম বুকিং ছিল ১৭ কোটি রুপি। বিদেশে অগ্রিম বুকিং হয়েছিল ১০ কোটি রুপি। যেটা এখনো পর্যন্ত এ বছর তামিল বক্স অফিসে রেকর্ড। এর আগে কমল হাসান অভিনীত ব্লকবাস্টার ‘বিক্রম’ সিনেমার জন্য অগ্রিম বুকিং হয়েছিল ১৫ কোটি রুপি। দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক রিভিউ পেয়েছে ‘পোন্নিয়ান সেলভান : ১’, যা সিনেমাটির জন্য বিরাট আয়ের পথ তৈরি করতে যাচ্ছে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। দুই পর্বে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মোট বাজেট প্রায় ৫০০ কোটি রুপি। তবে মুক্তির প্রথম দিনই দুর্দান্ত সাড়া ফেলে দেওয়ায় প্রথম পর্বের সফলতাই দেখছেন সিনেমা বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, সিনেমাটির বক্স অফিসের রাজত্ব কতটা দীর্ঘায়িত হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com