April 25, 2024, 7:25 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মেক্সিকোয় শক্তিশালি ভূমিকম্পের আঘাতে প্রাণহানি

মেক্সিকোয় শক্তিশালি ভূমিকম্পের আঘাতে প্রাণহানি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সোমবার শক্তিশালি এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭। দেশটির জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর চারশো কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে এবং মাটির ১৫ কিলোমিটার গভীরে। দেশটিতে আরো দুটি ভয়ংকর ভূমিকম্পের বার্ষিকীতে এ ভূমিকম্প ঘটে। মেক্সিকো সিটির কয়েকশ কিলোমিটার দূরেও এ কম্পনের আতংক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ফলে রাজধানীর ভবনগুলো কেঁেপে ওঠে এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। মেক্সিকো সিটির বাসিন্দা ৫৮ বছর বয়সী গেব্রিয়েলা রামিরেজ তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর টুইটারে বলেন, পশ্চিমাঞ্চলীয় কলিমা রাজ্যের মাঞ্জানিলোর এক শপিং সেন্টারের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে। এছাড়া মারাত্মক আর কোন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে না। উল্লেখ্য এর আগেও ১৯৮৫ ও ২০১৭ সালের এই ১৯ সেপ্টেম্বর তারিখেই দেশটিতে ভয়াবহ দুটি ভূমিকম্প আঘাত হানে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com