April 18, 2024, 4:00 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ব্যবহার বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন

যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ব্যবহার বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা সদরের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে “যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ভোগ/ব্যবহার” বিষয়ে সচেতনতামূলক এডভোকেসি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৮ মে সকালে বর্তমানে পরিবেশ দূষন আমাদের স্বাস্থ্য, জলবায়ূর উপর উল্লেখযোগ্য প্রভাবসহ একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরিবেশ দূষন এবং টেকসই ব্যবহার সম্পর্কে যুব নেতৃত্বাধীন প্রচারণার লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং পরিমিত ভোগ/ ব্যবহার ও পরিবেশ দূষণ কমানোর জন্য পদক্ষেপ নিতে তরুণদের সংগঠিত করা। ক্যাম্পেইনটি কমিউনিটি ভিত্তিক যেমন সংগঠিত করবে এবং বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপন, পরিস্কার পরিচ্ছন্নতা সহজতর করবে। উক্ত ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ এবং টেকসই খরচ এর প্রভাব সম্পর্কে তরূণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। টেকসই ভোগের অনুশিলন করা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশ দূষণ রোধে কিভাবে ভুমিকা রাখবে সে বিষয়ে ধারনা দেয়া। আলোচনা করা হয় জলবায়ূ এবং দূষণ, টেকসই খরচের পটভুমি, কেন টেকসই খরচ গুরুত্বপূর্ণ, কোন কারণগুলি টেকসই খরচ প্রভাবিত করে, কিভাবে আমরা টেকসই খরচ অর্জন করতে পারি, টেকসই ব্যবহারের উদাহরণ কি? নিজেদের জীবনে পরিমিত ভোগ/ব্যবহার সম্পর্কে সচেতন হবে। সমাজের প্রতি অগ্রণী ভুমিকা পালন করবে। স্কুলের আঙ্গিনায় বৃক্ষ রোপন করবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাবে এবং ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলবে। পর্যায়ক্রমে যুব নেতৃত্বে পরিবেশ রক্ষার্থে এধরনের কার্যক্রম অব্যহত থাকবে। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মো: তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার, গিয়াস উদ্দীন, চন্দ্র শেখর হালদার, বৈশাখী সুলতানা ও যুব প্রতিনিধি সিফাত হোসেন, ইমতি জামিল, শামিম রেজা, শাহরিয়ার আহমেদ, সুমাইয়া রহিম শম্পা, পপি প্রমুখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com