April 19, 2024, 5:53 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
গণভবনের শাক-সবজি কৃষক লীগ নেতাদের উপহার দিলেন শেখ হাসিনা তালায় পানি নিষ্কাশন এর খাল বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ কলারোয়ায় তৃতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে ধর্মঘট পাঁচ বছরেও চালু হয়নি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতা মূলক মতবিনিময় সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় বিআরটিএ উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ
লকডাউনে এনজিও কিস্তি আদায়ে গ্রাহকরা বিপাকে: প্রশাসনের হস্তক্ষেপ!

লকডাউনে এনজিও কিস্তি আদায়ে গ্রাহকরা বিপাকে: প্রশাসনের হস্তক্ষেপ!

কোভিড-১৯ করোনা সংক্রমন বৃদ্ধির কারণে পূর্ণ লকডাউনে সারা দেশ। সরকার সাধারণ ছুটিও ঘোষণা করেছে। অথচ সাতক্ষীরায় বিভিন্ন এনজিও অফিস খুলে কিস্তির টাকা আদায় করায় চরম বিপাকে পড়েছে গ্রাহকরা। কোভিড-১৯ করোনা সংক্রমন বৃদ্ধির কারণে সংক্রমন প্রতিরোধ ও মানুষ বাঁচাতে সরকার ঘোষিত এক সপ্তাহ পূর্ণ লকডাউনে দেশের সব জেলায় জরুরী সেবা ছাড়া সব ধরণের দোকানপাট, দুরপাল্লা গণপরিবহন ও সরকারি বে-সরকারি অফিস বন্ধ রাখার ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে। সরকার ঘোষিত এক সপ্তাহ পূর্ণ লকডাউনে সরকারি বে-সরকারি অফিস বন্ধ থাকার কথা থাকলেও এনজিও কর্মীদের রোববার সকালে বিভিন্ন এলাকায় যেয়ে কিস্তি টাকা আদায় করতে দেখা গেছে।
এনজিও গ্রাহকরা জানান, বেশিভাগ সাধারণ ব্যবসায়ী ও গৃহ দিনমজুর মানুষ ব্রাক, আশা, কারিতাস, আদ্-দ্বীন, জাগরণী, ঢাকা আহসানিয়া মিশন, ঋশিল্পী, ইসলামীসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন। তারা এসব এনজিও থেকে ঋণ নিয়ে সাধারণ ব্যবসা, পশু পালন ও মোটরযান কিনে জীবন জীবিকা নির্বাহ করার পাশাপাশি এনজিও কিস্তি পরিশোধ করেন। কিন্তু সরকার ঘোষিত এক সপ্তাহ পূর্ণ লকডাউনের মধ্যে দোকানপাট, দুরপাল্লা গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন সাধারণ ব্যক্তিদের আয়ের উৎস এক প্রকার বন্ধ। কর্মহীনরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এনজিও কিস্তি দিতে কর্মহীনরা চরম বিপাকে পড়েছে। লকডাউনে আয় না থাকায় গ্রাহকরা কিস্তির টাকা দিতে এনিজওকর্মীদের কাছে অপরাগতা জানালে গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক কিস্তি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকরা। সাতক্ষীরার এডিসি জেনারেল জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এনজিও গ্রাহকরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com