April 18, 2024, 7:16 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
লোনা পানি উঠানোয় শ্যামনগরে রাস্তার বেহাল দশা

লোনা পানি উঠানোয় শ্যামনগরে রাস্তার বেহাল দশা

শ্যামনগরের সুন্দরবন বাজার হতে মইজদ্দীনের মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। রাস্তাটি ইউনিয়ন পরিষদ থেকে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ারুল ইসলাম কয়েকবার সংস্কার করলেও কোন সমাধান আসেনি কারনটা হলো একটাই সেটা হলো হাইকোর্টের রীট উপেক্ষা করে উপকুলীয় এলাকার কিছু প্রভাবশালীদের মিনি সুইচগেট অবৈধ ওয়াবদা চিত্র করে পাইপ বসানো পর নদী থেকে লোনা পানি উঠানোর কারনে রাস্তার উপর লোনা পানি উঠার কারনে ইটের সলিং উঠে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তাটিতে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। গত বিশ বছর ধরে এই রাস্তাটির বিভিন্নভাবে বিভিন্ন সময় সংস্কার কাজ করলেও শুধু মাত্র নোনা পানির কারনে নষ্ট হচ্ছে বলে মনে ক্ষো প্রকাশ করেছেন পথচারী ও এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাস্তাটি দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া রাস্তার অধিকাংশ স্থানে ইটের কোন অস্তিত্ব নেই। মাঝে মধ্যে কিছু অংশে ইট থাকলেও বেশিরভাগ স্থানে নেই। এতে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষের। তাই রাস্তাটি সংস্কারকাজ করার দাবি এলাকাবাসীর। মরাগাং গ্রামের বাসিন্দা মইজুদ্দীন গাজী বলেন, রাস্তা খারাপের কারণে যানবাহনগুলো একেবারে বন্ধ প্রায়। এক স্থান থেকে অন্য স্থানে যেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া আর দূর্ভোগ। আবার অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছে। হাজারো মানুষের চলাচল ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তাই রাস্তাটি সংস্কার কাজ চাই। একাধিক বাসিন্দা জানান, আমরা খুব কষ্টে আছি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। মোটরসাইকেল কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়া আর কোনো যানবাহন এই পথে চলাচল করে না। রাস্তার যে অবস্থা, তাতে কোনোরকম যে কোনো যানবাহনে উঠলে কি পরিমাণ ঝাঁকি সইতে হয় তা বলার মতো নয়। সড়কটি নির্মাণে ব্যবহৃত ইট উঠে গিয়ে ধুলা উড়ে এবং বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি। মোটরসাইকেল চালক আমির আলি বলেন, এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে কোন যাত্রী নিয়ে যদি যাওয়া হয় তবে অনেক কষ্ট হয়। রাস্তায় ইট এবং গর্ত হওয়ার কারণে ঝাকিতে ঝাকিতে গাড়ি হেলেদুলে যায় মাঝেমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চিৎকাত হয়ে রাস্তায় পড়তে হয়। অনেক কষ্ট হয়। তারপরও যেতে হয় মাঝেমধ্যে। তাই রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি। মুন্সিগঞ্জ ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি কয়েকবার মেরামত করা হয়েছে। তবে আমার এলাকার কিছু ঘের ব্যবসায়ী মিনিসুইজ গেট দিয়ে নোনা পানি উঠানোর রাস্তাটির বেহাল দশা। তবে আবারও সড়কটির সংস্কার প্রস্তাব চেয়ারম্যান অসীম মৃধার কাছে ইতোমধ্যে জানানো হয়েছে। সংস্কারের কাজটি দ্রুত করা হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com