April 20, 2024, 10:23 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন প্রভাষক এম সুশান্ত গণভবনের শাক-সবজি কৃষক লীগ নেতাদের উপহার দিলেন শেখ হাসিনা তালায় পানি নিষ্কাশন এর খাল বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ কলারোয়ায় তৃতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে ধর্মঘট পাঁচ বছরেও চালু হয়নি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতা মূলক মতবিনিময় সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় বিআরটিএ উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরার শ্যামনগরের ধুমঘাটের আদিবাসী নরেন্দ্র মুন্ডাকে হত্যা ও মুন্ডা সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসুচি পালিত

সাতক্ষীরার শ্যামনগরের ধুমঘাটের আদিবাসী নরেন্দ্র মুন্ডাকে হত্যা ও মুন্ডা সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসুচি পালিত

সাতক্ষীরা শ্যামনগরের ধুমঘাটের আদিবাসী নরেন্দ্র মুন্ডাকে নির্মমভাবে হত্যা ও মুন্ডা সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ বিচারের দাবিতে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। মুন্ডা সম্প্রদায় স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে উক্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এবং নরেন্দ্র মুন্ডা হত্যার বিচার কার্যক্রমে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে এতে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহির সভাপতিত্বে অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. ওসমান গনি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য সচিব আলিনুর খান বাবুল প্রমুখ।এসময় বক্তারা বলেন, নরেন্দ্র মুন্ডাকে হত্যা করে শ্যামনগরের মাটি থেকে মুন্ডাদের বিলিন করা যাবে না। নরেন্দ্র মুন্ডার রক্তের বিনিময়ে মুন্ডা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা কাদের উপর হামলা করেছেন যারা আপনার অট্টলিকা তৈরিতে সহযোগিতা করেছে তাদের।

এই জঘন্য হামলার সাথে যারা জড়িত এবং মদদদাতা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা এ সময় নরেন্দ্র মুন্ডা হত্যাসহ মুন্ডা সম্প্রদায়ের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ বিচারের জোর দাবী জানান। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখা, শরুব ইয়ুথ টিম, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, কেন্দ্রীয় ভূমি কমিটি, প্রতিজ্ঞা শ্যামনগরসহ বিভিন্ন সংগঠন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com