April 19, 2024, 12:19 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় মাধ্যমিক ও সমমনা শির্ক্ষীদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় মাধ্যমিক ও সমমনা শির্ক্ষীদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ৬৪টি মাধ্যমিক ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষীর্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় পাবলিক লাইব্রেরি’র পাঠ কক্ষে ১২ দিন ব্যাপী অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বাকীরা পর্যায়ক্রমে অংশ গ্রহন করবে।পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সহকারী জজ মনিরুল ইসলাম, পকন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল প্রমুখ।

এ সময় সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে বিতর্কের বিষয় ছিল, ‘‘ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পত্রিকা তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিই খাদ্য নিরাপত্তার প্রধান হুমকি” বিতর্কের বিষয় হলেও আমি মনে করি আমাদের বাংলাদেশের জনসংখ্যা দেশের অভিশাপ নয়। কারণ আমাদের জনসংখ্যা সম্পদে পরিনত হয়েছে। জনসংখ্যা অভিশাপ নয়, দেশের অর্থনীতি চাঙ্গা রেখে সেটা প্রমাণ করেছে প্রবাসে থাকা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসে যুব সমাজ বৈদেশিক মূদ্রা অর্জনে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। বিশে^র অন্যান্য দেশের অর্থনীতি মন্দা হলেও বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা রেখেছে প্রবাসীদের রেমিটেন্স।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com