April 19, 2024, 10:35 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
গণভবনের শাক-সবজি কৃষক লীগ নেতাদের উপহার দিলেন শেখ হাসিনা তালায় পানি নিষ্কাশন এর খাল বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ কলারোয়ায় তৃতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে ধর্মঘট পাঁচ বছরেও চালু হয়নি সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতা মূলক মতবিনিময় সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরায় বিআরটিএ উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে টাকা জমা দিলেন রাজ
সাতক্ষীরায় হারানো ৫৫ টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর

সাতক্ষীরায় হারানো ৫৫ টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর

সাতক্ষীরায় গত ছয় মাসে হারানো ৫৫টি মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,সাতক্ষীরা কর্তৃক এ মোবাইলগুলো উদ্ধার করা হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, (পিপি এম বার) এসময় তিনি বলেন, যে বিগত এপ্রিল থেকে নভেম্বর পযন্ত সাতক্ষীরায় ৮টি থানায় জিডি হয়েছে ৭৪১ টি,আর পুলিশ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করতে পেরেছে ২৪২ টি। এছাড়া সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাতে উদ্ধার কাজ চলমান রয়েছে আরো ২৩টি।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, ডি আই ওয়ান মিজানুর রহমান প্রমূূখ।

মোবাইল ফিরে পেয়ে সাতক্ষীরা পৌরসভার রাঁধানগরের বিশিষ্ঠ বস্ত্র ব্যবসায়ি জীতেন্দ্র নাথ বলেন,১০ আগষ্ট শহরের একটি সরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় তার রিডমি-৭ ব্রান্ডের মোবাইলটি হারিয়ে যায়। মোবাইল হারিয়ে তিনি খুব বিপাকে ছিলেন। তিন মাস পরে মঙ্গলবার পুলিশী তৎপরতায় মোবাইলটি ফিরে পেয়েছি।

সদর থানার ভালুকা চাঁদপুর গ্রামের মনজুর হোসেন বলেন, মাস তিনেক আগে শহরের একটি রেস্তোরা থেকে তার স্যামসাং জে ২ ব্রান্ডের মোবাইলটি হারিয়ে যায়। তিনি অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। পুলিশ সুপার যখন তার হাতে মোবাইল তুলে দেন,তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com