April 25, 2024, 2:33 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাবিনার অভ্যর্থনা

সাবিনার অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার: গোলমেশিন খ্যাত জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খতুনকে সাতক্ষীরায় ক্রিড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ভোরে সাবিনা সাতক্ষীরায় পৌঁছলে সার্কিট হাউজে জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাবিনাকে নিয়ে মটর শোভাযাত্রায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময় সর্বস্থরের মানুষ সাফ চাম্পিয়ান বিজয়ী নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনকে ফুল ছিটিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। নিজ জেলা সাতক্ষীরায় ফেরার পর থেকে সাবিনা খাতুন এমন সম্মান পেয়ে অবিভুত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ফারহা দিবা খান সাথী প্রমুখ। এসময় সাবিনা সাংবাদিকদের জানান তিনি কখনও ভাবেননি দেশের মানুষ নিজ জেলার মানুষের কাছ থেকে এমন ভালবাসা পাবেন। তার লক্ষা আগামীতে দেশের জন্য নারী ফুটবলে আরও ভাল কিছু করার। নিজ বাড়িতে সাংবাদিকদের সাবিনা পশ্চাদপদ সমাজে একজন মেয়েকে খেলোয়াড়ী জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রচুর সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। সাবিনা খাতুন সাতক্ষীরার পলাশপোলে জন্ম নেওয়া এই নারী ফুটবলার ২০০৭ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালীন ফুটবলে পা রেখেছিলেন। ২০০৯ সালেই জাতীয় দলে সুযোগ পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাবিনার উঠে আসার পেছনে স্থানীয় কোচ আকবার আলীর অবদানই বেশি বলে জানান তিনি। সাবিনার আগামী লক্ষ্য আসিয়ান গেমস এ দেশের জন্য ভাল কিছু করার।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com