January 28, 2025, 11:43 pm
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। হঠাৎ জানা গেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই সুন্দরী। বিষয়টি নিয়ে উর্বশীর টিম একটি বিবৃতি প্রকাশ করেছে। দ্য ফ্রি প্রেস জার্নাল বিবৃতিরত বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে,নান্দামুরি বালাকৃষ্ণার নতুন সিনেমা ‘এনবিকে ১০৯’। হায়দরাবাদে সিনেমাটির তৃতীয় লটের শুটিংয়ে আহত হয়েছেন উর্বশী। মূলত অ্যাকশন দৃশ্যের কাজ করার সময় আহত হয়েছেন এই অভিনেত্রী। এতে ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়।
এছাড়া অভিনেত্রীর অসুস্থতা নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উর্বশীর সোশ্যাল মিডিয়া থেকেও কোনো বক্তব্য দেননি। তবে তার টিম জানিয়েছে, দ্রুতই উর্বশীর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট জানানো হবে। ‘এনবিকে১০৯’ সিনেমাটি নির্মাণ করছেন তেলেগু ইন্ডাস্ট্রির পরিচালক কে. এস. রবীন্দ্র ববি। সিনেমায় একজন নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে উর্বশীকে। ৩০০ কোটি রুপি বাজেটের প্যান ইন্ডিয়ার ‘এনবিকে১০৯’ সিনেমায় আরও রয়েছেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান।
Comments are closed.