January 18, 2025, 4:26 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com

অসমাপ্ত গল্প

জ্যোৎস্না রহমান

সোয়েটার বোনা  কাঁটা দুটো

পায়ে পা মিলিয়ে এগিয়ে যায়,

একটু অসাবধানে আলগা হয় উলের বাঁধন ;

কিন্তু নতুন করে শুরু করতে চাইলে

শীতঋতুর বয়স বাড়ে।

তেমনি দুটি হৃদয়ের বাঁধনে সন্দেহের কাঁটা বিঁধলে

সম্পর্কের বুনন আলগা হয়ে

জীবনকে জট পাকায়।

তখন ভেজা কথারা বাষ্প হয়ে মনের আকাশে

লিখে দেয়  মেঘলা নালিশ

নিম্নচাপের  দাপটে তছনছ হয় আটচালা ঘর

আর পিছলে পড়ে  সংসারী উঠোন।

তারপর একদিন, বিচ্ছেদের  অববাহিকায়

চুপ করে বসে থাকা  অনুশোচনা

নদী হয়ে বইতে চায় মোহনার দিকে ।

কিন্তু ততক্ষণে বসন্তের চিলেকোঠায় বাস করা চড়ুই মন

খুঁজে নেয় অন্য কোন বাসা।

এমন একটি গল্প লিখতে চেয়েছিল কলম,

কিন্তু কালির আধখাওয়া পৃষ্ঠা  কপালে ভাঁজ এঁকে

আজ জিজ্ঞাসা চিহ্নেয় ঝুলিয়ে দিয়েছে

একটি অসমাপ্ত গল্প।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com