November 14, 2024, 12:34 pm
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় আজগর আলী (৬০) নামে এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার (০৩ জুলাই) ভোররাতে উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজগর আলী ওই গ্রামের জালালউদ্দীনের ছেলে। উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোরশেদ জানান, আজগর আলী ১৪ দিন ধরে করোনা পজিটিভ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোররাতে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় গ্রামবাসী।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, আজগর আলী আত্মহত্যার আগে ঘরে একটি চিঠি লিখে রেখে গেছেন। সেখানে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর বলেন, স্থানীয়দের দেওয়া খবরে সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তিনি করোনা পজিটিভ ছিলেন। রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Comments are closed.