February 11, 2025, 5:25 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরা পৌর সভায় জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দলের মতবিনিময় সভা

সাতক্ষীরা পৌর সভায় জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দলের মতবিনিময় সভা

সাতক্ষীরা পৌরসভায় জনপ্রতিনিধিদের সাথে জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় সাতক্ষীরা পৌরসভায় ঐবধফ ড়ভ উবাবষড়ঢ়সবহঃ পড়ড়ঢ়বৎধঃরড়হ ড়ভ এবৎসধহ ঊসনধংংু উযধশধ ধহফ এওত, কঋড, ইএজ ঃড় ঝধঃশযরৎধ গঁহরপরঢ়ধষরঃু মি. ফ্লোরিয়ান হেয়লেন, ড. ডানা দ্যা লা ফন্টেন, মিস ইউয়ানা হেলেন এবং মি. মেহেদি হাসান ভ্রমণ করেন এবং পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে ও পৌরসভা সিনিয়র সহকারী সচিব (সিইও) নাজিম উদ্দীন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল ইসলাম বাবু, কায়ছারুজ্জামান হিমেল, শেখ মারুফ আহমেদ, শেখ আনোয়ার হোসেন মিলন, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, রাবেয়া খাতুন, নূর জাহান বেগমসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলায় নতুন পানির প্লান্ট স্থাপন, নতুন যানবাহন ক্রয়, জলবায়ু উদ্বাস্তুগণের জন্য বিশেষ আশ্রয়ণ প্রতিষ্ঠার দাবী করা হয়। এবং কঋড এর কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করা হয়। সফররত প্রতিনিধি দল বর্তমান সাতক্ষীরা পৌরসভার কাজের ভূয়সী প্রশংসা করেন। পরে জার্মান দূতাবাস ঢাকার প্রতিনিধি দল জিআইজেড জার্মানী অর্থায়নে ও আনন্দ, ইআরইউপি প্রকল্প সাতক্ষীরার বাস্তবায়নে পৌর সভার গড়েরকান্দা কমিউনিটি প্রদর্শনী বাগান এবং পাকাপোল সংলগ্ন প্রাণসায়র খালপাড়ে অবস্থিত বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com