September 9, 2024, 11:29 am
খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিল না সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের অদম্য মেধাবী মোছা. সাদিয়া আক্তার। ঠিক এমন খবর পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।রোববার তিনি ওই শিক্ষার্থীর মা মোছা. রাসিদা বেগমের হাতে সাদিয়া আক্তারের ভর্তি ও পড়াশুনার জন্য দশ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় জেলা প্রশাসক সাদিয়া আক্তারকে ভালো চিকিৎসক এবং আদর্শ মানুষ হয়ে মানুষকে সেবা করার পরামর্শ দেন।
Comments are closed.