May 7, 2024, 11:47 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
গ্রামে এনআইডি দেখালেই করোনার টিকার সুযোগ আসছে

গ্রামে এনআইডি দেখালেই করোনার টিকার সুযোগ আসছে

গ্রাম ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে করোনাভাইরাসের টিকাদান সহজ করতে চায় সরকার। এর অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে ওইসব এলাকার বাসিন্দাদের টিকা নেয়ার সুযোগ দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম শুক্রবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে মহাপরিচালক এ কথা বলেন।

মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘টিকাদান পদ্ধতি সহজ করার চিন্তা করছে সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তারা এনআইডি কার্ড দেখিয়ে বা টিকা কেন্দ্রে গিয়ে টিকা কার্ড সংগ্রহ করে টিকা নিতে পারবেন কি না, সে বিষয়ে ভাবছে সরকার।’

করোনা প্রতিরোধে টিকা বড় ভূমিকা পালন করছে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘সবাইকে করোনার টিকা দেয়া উচিত। টিকা দিলে সবার জন্য ভালো হবে। টিকা নেয়ার পরও অনেকেই আক্রান্ত হবে। তবে তাদের ঝুঁকি অনেক কম থাকে।’

ঈদের আগে দুই সপ্তাহের লকডাউনে কোনো প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই লকডাউনের ফল আমরা এখনও পাইনি। তবে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেশি ছিল। চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, নওগাঁয় এখন একটু সংক্রমণ কমে আসছে। লকডাউনের ফলে কমপক্ষে তিন-চার সপ্তাহ অপেক্ষা করতে হবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com