April 27, 2024, 9:29 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ার চন্দনপুরে মহিলা সমাবেশ

জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ার চন্দনপুরে মহিলা সমাবেশ

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, করোনা ভাইরাস পরিস্থিতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, মানবপাচার প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মো. আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মীর মস্তাফিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নূরুন নাহার আক্তার, সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী, বুঝতলা আবু বকর সিদ্দিকী আলিম মাদ্রাসার প্রভাষক এটিএম রুহুল কুদ্দুস, জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার, এ.বি.এম মহিদ হোসেন এবং লিগ্যাল এইড অফিসার, মো. রাশেদুল ইসলাম ও প্রনালী তালুকদার। অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান এবং মহিলা সমাবেশ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে দুইশতাধিক নারী অংশগ্রহণ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com