April 27, 2024, 7:03 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু সাতক্ষীরায় অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাতক্ষীরা মেডিকেল কলেজে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী সেবা ঝুঁকিতে এসিড দগ্ধ ও পোড়া রুগীরা দাবদাহ উপেক্ষা করে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত জনপ্রিয়তার শীর্ষে নতুন মুখ প্রভাষক সুশান্ত কুমার মন্ডল আশাশুনীতে বাপ্পী সীড হাউজ দোকান উদ্বোধন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
আকাশলীনা রেস্ট হাউস উদ্বোধন করলেন সিনিয়র সচিব কে এম আলী আজম

আকাশলীনা রেস্ট হাউস উদ্বোধন করলেন সিনিয়র সচিব কে এম আলী আজম

স্টাফ রিপোর্টার: জেলার শ্যামনগরে আকাশলীনায় নবনির্মিত রেস্ট হাউসের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম রেষ্ট হাউজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী অফিসার ও বর্তমান বিভাগীয় কমিশনার (এনডিসি) আবু সায়েদ মো. মনজুর আলম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্ল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুল ইসলাম প্রমুখ। আকাশলীনায় রেস্ট হাউসের ভিত্তি প্রস্থর উদ্বোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে সুন্দরবন কে ঘিরে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য রাস্তাঘাটসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার জনগণের সরকার। পর্যটন শিল্পের উনয়নের জন্য সরকার বহুমুখি পরিকল্পনা গ্রহন করেছেন। তিনি বলেন, সুন্দরবনে যাতে মানুষ সহজে আসতে পারে, দেখতে পারে, পর্যটন কেন্দ্র গড়ে ওঠে সে জন্য প্রকৃতিকে ঠিক রেখে একটি পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ার চেষ্টা করছে সরকার।’ এর আগে জনপ্রশাসন সচিব সাতক্ষীরা সদর উপজেলায় বিভিন্ন সমস্য ও তার সমাধান, সার্বিক উন্নয়ন নিয়ে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরাসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com