May 19, 2024, 1:10 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় ১৬ মেট্রিক টন জব্দকৃত অপরিপক্ক আম বিনষ্ট, দুই ব্যবসায়ীর জরিমানা

সাতক্ষীরায় ১৬ মেট্রিক টন জব্দকৃত অপরিপক্ক আম বিনষ্ট, দুই ব্যবসায়ীর জরিমানা

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহর থেকে দুটি ট্রাকে থাকা ১৬ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। সোমবার (৬ মে) রাতে শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে এই আম জব্দ করা হয়। এ সময় দুই ট্রাক মালিককে পৃথকভাবে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়, দুই মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক আম ভর্তি দুটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা ৮৩২ টি ক্যারেটে ভর্তি প্রায় ৪০০ মন (১৬ মেট্রিক টন) অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করা হয়।

এসময় ট্রাক মালিক শহরের পারকুখরালি এলাকার আবদুল ওয়াদুদের ছেলে ইউসুফ আলীকে ৩০ হাজার টাকা এবং অপর ট্রাক মালিক কাটিয়া এলাকার মুজবুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে ড্রাইভার আজিজুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট প্রকাশ্য নিলামের মাধ্যমে ৯০ টাকা দরে মোট ৭৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ট্রাক দুটি কে সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ৮৩২ ক্যারেটের ২০ টন আম সাতক্ষীরা পল্লীমঙ্গল হাই স্কুল এন্ড কলেজের মাঠে বুলডোজার দিয়ে নষ্ট করা হয়।


Leave a Reply

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com