January 15, 2025, 9:28 am
জাজ মাল্টিমিডিয়ার সর্বাধিক আলোচিত সিনেমা ‘অগ্নি’। প্রতিষ্ঠানটি ‘অগ্নি-৩’ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই নায়িকা নিয়ে ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে। কেননা এই সিরিজের আগের দুটি সিনেমায় নায়িকা হিসেবে মাহিয়া মাহি থাকলেও এবার তার থাকার সম্ভাবনা কম। তার পরিবর্তে পূজা চেরির কথা শোনা গেলেও তিনি থাকবেন না বলে জানিয়েছেন প্রযোজক আবদুল আজিজ। এর ব্যাখ্যা দিয়ে এই প্রযোজক বলেন, ‘‘অগ্নি-৩’ সম্পূর্ণ নতুন গল্প। যেহেতু সিনেমাটি হলিউড থেকে হবে, ইংরেজি ও বাংলা ভাষায় হবে, তাই সিনেমাটি তৈরি হবে পুরো বিশ্বের দর্শকের জন্য। অগ্নি চরিত্রের জন্য বডি ফিটনেস খুব গুরুত্বপূর্ণ।
যাকেই অগ্নি হিসেবে নেওয়া হবে, তার অবশ্যই ফিটনেস থাকতে হবে সিনেমায় সাইন করার আগে থেকেই।’ আব্দুল আজিজের হাত ধরে চলচ্চিত্রে নায়িকা হয়েছেন অনেকে। এই তালিকায় পূজা চেরিও রয়েছেন। কিন্তু এখন আর জাজের ঘরে নেই পূজা। এ প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘হ্যাঁ, পূজাকে অগ্নি বানানোর জন্য জাজ প্রশিক্ষক রেখেছিল। পূজার বডি ফ্ল্যাক্সিবল করার জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম। সে নিয়মিত জিম করতো। নিজেকে ফিট রাখতো। কিন্তু হঠাৎ অন্য কারও বুদ্ধি শুনে, নিজের ওজন বাড়িয়ে বডি ফিটনেস নষ্ট করেছে সে।
তাই পূজাকে অগ্নি হিসেবে নেওয়া হচ্ছে না।’ তবে এ বিষয়ে পূজার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সম্প্রতি জাজ শেষ করেছে তাদের হলিউড প্রজেক্ট ‘এমআর-নাইন’। এরপরই ‘অগ্নি-৩’ তৈরির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এটিও হবে হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায়।
Comments are closed.