July 27, 2024, 1:06 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
অবশেষে মিয়ানমার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল জাতিসংঘ

অবশেষে মিয়ানমার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল জাতিসংঘ

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেইসঙ্গে দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টের অবিলম্বে মুক্তির দাবি করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিজস্ব সংবাদমাধ্যম ইউএন নিউজে বিষয়টি নিশ্চিত করা হয়।

একদিন আগে, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে জাতিসংঘকে বাধা দেয় দেশটির ঘনিষ্ঠ বন্ধু চীন ও রাশিয়া। এ বিষয়ে দেশ দুটি অবস্থান পরিবর্তন করলে এ বিবৃতি আসলো নিরাপত্তা পরিষদ থেকে।

সকল বন্দীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় বিবৃতিটিতে। সেইসঙ্গে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে সমুন্নত রাখা, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার প্রতি জোর দেওয়া হয়।

বুধবার সু চির বিরুদ্ধে অবৈধ ওয়াকিটকি রেডিও রাখার অভিযোগ আনে পুলিশ। আদালত তাকে রিমান্ডের জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। এর দুই দিন আগে এক সামরিক অভ্যুত্থানে তাকেসহ প্রেসিডেন্ট উইন মিন্ট ও ক্ষমতাসীন দল এনএলডির শীর্ষনেতাদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে মিয়ানমারের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নিরাপত্তা পরিষদের সদস্যরা।

রাখাইন অঙ্গরাজ্যের সংকট সমাধান, বাস্তুচ্যুতদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করা হয়। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দ উহ্য রাখা হয়।

এ ছাড়া দেশটির নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা নিয়েও উদ্বেগ জানায় নিরাপত্তা পরিষদ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com