October 22, 2024, 2:01 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
অভয়ারণ্য এলাকায় প্রবেশ: সুন্দরবনে ৩ ট্রলারসহ ১৩ জেলে আটক

অভয়ারণ্য এলাকায় প্রবেশ: সুন্দরবনে ৩ ট্রলারসহ ১৩ জেলে আটক

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারণ্য খাল এলাকায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছেন বন বিভাগ। রোববার ভোরের দিকে সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময়ে জেলেদের ব্যবহৃত ৩ টি ট্রলার, জাল ও মাছসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।

আটক জেলেরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জোব্বার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলি আকবার মোল্যা, বোল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছেলে নুর আলী ব্যাপারী এবং একই থানার মাদারতলা গ্রামে শুকুর আলী মোল্যার ছেলে দেলোয়ার মোল্যা।

সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা এমএ হাসান অভিযান পরিচালনা শেষে জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারন্য এলাকায় দলবদ্ধ জেলেদের মাছ ধরার খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এসময়ে ঘটনাস্থল থেকে ৪ লাখ টাকা মূল্যের ৩ টি ট্রলার, জাল ও ৩০ কেজি মাছ সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com