February 17, 2025, 5:55 pm
লাতিনের ১০ আর উত্তর, মধ্য ও ক্যারিবীয় অঞ্চলের ৬ দল নিয়ে মাঠে গড়ায় কোপা আমেরিকা কাপের ৪৮তম আসর। একে একে বিদায় নিয়েছে ১৩ দল। এর মধ্যে বুধবার (১০ জুলাই) সকালে মধ্য আমেরিকার দেশ কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনার। এক সময়ে লাতিন ফুটবলে পরাশক্তি ছিল উরুগুয়ে। দুটি বিশ্বকাপ জয়ের পাশাপাশি সর্বোচ্চ ১৫ কোপা জয়ের রেকর্ড তাদের। তবে বহু কাল আগে হারিয়ে গেছে সেই দিনগুলি। ২০১১ সালে সবশেষ সুয়ারেজরা যেতে কোপা আমেরিকা। নিজেদের হারানো অস্তিত্ব খুঁজে পেতে প্রাণপণ চেষ্টা করছে উরুগুয়ে। মার্সেলো বিয়েসলার অধীনে চলতি আসরে কিছুটা হলেও পেরেছে নুনেজ-সুয়ারেজরা। তরুণ একটা দল নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন উরুগুয়ের সমর্থকদের।
উদ্দীপ্ত এ দলটি লড়বে দুর্দান্ত কলম্বিয়ার বিপক্ষে। এর আগে উরুগুয়ে ফাইনাল খেলেছে ২১বার। বিপরীতে কলম্বিয়া মাত্র দুবার খেলেছে শিরোপার জয়ের লড়াইয়ে। ২০০১ সালে সর্বশেষ ফাইনাল খেলে কলম্বিয়া আর উরুগুয়ে খেলেছে ২০১১ সালে। তবে লাতিন ফুটবলে দুই দলের লড়াইটা বেশ জমজমাট। ১৯৪৫ সালে দুদলের প্রথম লড়াইয়ে কলম্বিয়ার জালে ৭ গোল দেয় উরুগুয়ে। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ বেশ আকর্ষণীয়। সর্বশেষ তিন লড়াইয়ে কেউ জেতেনি। অতীতে দুদল মুখোমুখি হয়েছে ৪৫ বার। এর মধ্যে ২০টিতে জয় পেয়েছে উরুগুয়ে। কলম্বিয়া জিতেছে ১৪ ম্যাচে আর বাকি ১১টি ড্র হয়। দ্বিতীয় সেমিফাইনালে কিছুটা এগিয়ে থাকবে উরুগুয়ে। ব্রাজিলকে হারিয়ে শেষ চারের লড়াইয়ে এসেছে তারা। অন্যদিকে পানামাকে ৫ গোলের বড় ব্যবধানে হারানোয় আত্মবিশ্বাসে ভরপুর কলম্বিয়া। কারা সফল হবে? হাসেস রদ্রিগেজদের কলম্বিয়া নাকি ডারউইন নুনেজের উরুগুয়ে!
Comments are closed.