February 11, 2025, 6:13 am
স্টাফ রিপের্টার: করোনাকালীন সময়ে অনেকেই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। প্রতিবছরের ন্যায় এবারও শহরের অসহায় ও হতদরিদ্রদের চিহ্নিত করে নগত অর্থ সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরার বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু। শনিবার (৮ মে) বিকালে মুনজিতপুরস্থ নিজস্ব বাসভবনে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগত অর্থ সহায়তা প্রদান করেন। এসময় নগত অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা আবু আফফান রোজবাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগীত শিল্পী আবু আফফান রোজজবাবু বলেন ‘প্রতিবছর আমি ঈদ সামগ্রী কিনে প্রদান করি কিন্তু এবছর করোনার সংক্রমণ মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র পরিবারকে নগত অর্থ ঈদ উপহার হিসেবে প্রদান করেছি। এছাড়া করোনাকালীন সময়ে প্রথম থেকেই মানুষের পাশে আমি এবং থাকবো। এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। এই সময়ে অনেকেই নতুন শাড়ি, লুঙ্গি বা ইফতার সামগ্রী প্রদান করে মানুষের সহযোগিতা করছে। আমি এবছর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টিদের ঈদ উপহার হিসেবে নগত অর্থ প্রদান করেছি। যাতে তারা পরিবারের প্রয়োজন মতো খরচ করতে পারে। এসময় সকলের কাছে তার মরহুম নানা-নানী, দাদা-দাদী, পিতা–মাতা ও শশুড়-শাশুড়ির জন্য দোয়া কামনা করেন তিনি।
Comments are closed.