October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
অসহায় মানুষ আর অর্থের অভাবে বিচার বঞ্চিত হবে না -জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

অসহায় মানুষ আর অর্থের অভাবে বিচার বঞ্চিত হবে না -জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

 সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, বিচারের বাণী আর নীরবে কাঁদবে না। কোন অসহায় দরিদ্র মানুষ যেন অর্থের অভাবে বিচার বঞ্চিত না হয় সে জন্য আমরা কাজ করতে চাই। অসহায় মানুষ যাতে সহজে বিচার পাওয়ার সুযোগ পেতে পারে সেজন্য লিগ্যাল এইড নিরলস ভাবে কাজ করে চলেছে। আশাশুনি উপজেলার নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে শনিবার সকালে অনুষ্ঠিত ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। শ্রীউলা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমতির সভাপতি এড. এম শাহ আলম, পিপি এড আব্দুল লতিফ, জিপি শম্ভুনাথ সিংহ, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ অরুন কুমার ব্যানার্জী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবতী, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন, এড জহরুল হক, এড আলামিন। কর্মশালায় উন্মুক্ত আলোচনা পর্যায়ে বিভিন্ন গ্রাম থেকে আগত সাধারন মানুষ, মেম্বর, শিক্ষক, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, পুরোহিতসহ গন্যমান্যব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com