December 26, 2024, 10:45 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আইপিএলে খেলতে প্রস্তুত মুস্তাফিজ

আইপিএলে খেলতে প্রস্তুত মুস্তাফিজ

২০১৮ সালের আইপিএলে সর্বশেষ খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। মাঝখানে দুই মৌসুম খেলেননি এই বাংলাদেশি তারকা। এবার নিলাম থেকে তাঁকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিউজিল্যান্ড সফর শেষ করে ভারতে উড়াল দিয়েছেন কাটার মাস্টার। গত ৪ এপ্রিল ভারতে পৌঁছালেও কোয়ারেন্টিন শেষ করে রোববার প্রথম অনুশীলেনে যোগ দিয়েছেন তিনি।

আইপিএলে খেলতে প্রস্তুত মুস্তাফিজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘টুর্নামেন্টে খেলতে প্রস্তুত আমি।’

এদিকে সম্প্রতি মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি দল রাজস্থান রয়্যালস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘ঢাকা থেকে সুখবর এসে গেছে।’

আর ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘প্রথমবার রাজস্থান রয়্যালসে খেলতে এসেছি। আমি খুবই আনন্দিত। আমি চেষ্টা করব, এ বছর রাজস্থানের হয়ে কিছু করার। ধন্যবাদ রাজস্থান রয়্যালস।’

নিজের ফেসবুক পেজেও ভারতে পৌঁছার কথা জানান মুস্তাফিজ। সেখানে লিখেছেন, ‘রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল অভিযান শুরু করতে ভারতে নিরাপদেই অবতরণ করেছি। আমার জন্য দোয়া করবেন।’

এবারের আইপিএলে এক কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে রাজস্থান। আজ রাজস্থান প্রথম ম্যাচ খেলবে। তবে এই ম্যাচে মুস্তাফিজকে দেখার সম্ভাবনা খুবই কম। কারণ ভারতে পৌঁছে প্রথম সাতদিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে কাটাতে হয়েছে বাংলাদেশি তারকাকে।

এর আগে আইপিএলে দুটি দলে খেলেছিলেন মুস্তাফিজ। অভিষেকের পর প্রথম আসরে খেলেছিলেন ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। পরের মৌসুমে একই দলের হয়েই খেলেন। পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন তিনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com