নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন খালের নেটপাটা উচ্ছেদ অভিযানে নামবে প্রশাসন। ফিংড়ী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান নেটপাটা উচ্ছেদ অভিযানে কাজ করছেন বলে জানান এলাকবাসি। এলাকাবাসি জানান, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে এ অভিযান আজ থেকে শুরু হবে। নেটপাটা উচ্ছেদ হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে অন্তত ৩০ গ্রামের মানুষ। কমপক্ষে ১২টি বিলের পানি সুষ্ঠুভাবে নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে বলে জানান এলাকাবাসি।