December 22, 2024, 6:22 am
আজ আন্তর্জাতিক ভাস্কর্য দিবস। প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার আন্তর্জাতিক ভাস্কর্য দিবস উদযাপন করা হয়। সেই হিসেবে আজ ২৯ এপ্রিল দেশে পালিত হচ্ছে দিবসটি। সভ্যতার শুরু থেকেই চলে আসছে ভাস্কর্য। প্রত্যেকটি ভাস্কর্য তৈরির পেছনে রয়েছে একেকটি সংগ্রামের আত্মকাহিনি। ভাস্কর্যগুলো জড়বস্তু হলেও, মাথা উঁচু করে জানান দেয় কোন না কোন ঘটনার। ভাস্কর্যের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়। বিভিন্ন সময় প্রতিবাদের মাধ্যমে হিসেবেও ভাস্কর্যের ব্যবহার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বার্তা দেয়ার জন্যও শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মাধ্যম ভাস্কর্য। বিশ্বজুড়ে সকল সম্প্রদায়ের মধ্যে ভাস্কর্যের প্রতি সচেতনতা, উপলব্ধি এবং উপভোগ করা নিয়ে দিবসটি উদযাপন করা হয়।
Comments are closed.