July 27, 2024, 12:40 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ

আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ

সকল অপেক্ষার পাশা শেষ। এবার প্রস্তুত মাঠের লড়াইয়ের মঞ্চ। বেক্সিমকো ঢাকা আর মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ।

করোনায় সেকেন্ড ওয়েভের কথা চিন্তা করে দর্শকহীন অবস্থায়ই মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর। সেদিন সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।

এদিকে প্রেসিডেন্টস কাপের উইকেট নিয়ে বহু আলোচনা-সমলোচনার প্রেক্ষিতে এই টুর্নামেন্টের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে নিশ্চিত করেছে গ্রাউন্ডস কমিটি সূত্র।

গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেছেন, ‘স্পোর্টিং উইকেট থাকবে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও সহায়তা পাবে। যারা খেলা দেখবে টিভিতে তারাও আনন্দ পাবে। উইন-উইন সিচুয়েশন থাকবে। ভালো মানের উইকেট দিবো আমরা।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মাঠের ভেতর দর্শক ঢোকানোর একেবারে প্ল্যান নেই আমাদের। খেলোয়াড় ও দর্শকের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এরকম সিদ্ধান্ত। আমরা প্লেয়ারদের সেফটির শতভাগ নিশ্চয়তা চাই।’

প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মহড়া দিয়ে নিচ্ছে ক্রিকেট বোর্ড। অন্য বোর্ডগুলোও তা পর্যবেক্ষণ করছে।

জালাল ইউনুস এ বিষয়ে আরো বলেন, ‘প্রেসিডেন্ট কাপের পর একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের দিকে অগ্রসর হচ্ছি।’

কোন দলে কারা :

জেমকন খুলনা : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দী শুভ।

গাজী গ্রুপ চট্টগ্রাম : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com