January 15, 2025, 9:15 am
ভারতের সঙ্গে পরাজয়ের পরই বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ভারাক্রান্ত মন নিয়ে বাংলাদেশ শিবির এখন লর্ডসে। তাই শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজেদের উজ্জীবিত করা খুবই কঠিন হবে টিম টাইগারদের।তবে টাইগাররা শেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের শেষ স্মৃতিটা রঙিন করে রাখতে চায়। এখন টেবিলের অবস্থান নিয়ে বাংলাদেশ দলের চিন্তার তেমন কিছু নেই। ঠিক সেখানে দাঁড়িয়ে একটা ব্যক্তিগত মাইলফলক অপেক্ষা করছে সাকিব আল হাসানের জন্য তাই সাকিব চাইলে নিজের ব্যাটে আবারো শাণ দিয়ে রাখতে পারেন। আর শুধু ১৯ রান করলেই সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকের ১০ জনের খাতায় ঢুকে যাবেন।যে তালিকায় স্থান করে নিয়েছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারারা। অবশ্য টেন্ডুলকার-পন্টিংরা অনেক দূরত্বে। ১৮ রান করলে বিশ্বকাপে সাকিবের মোট রান হবে ১১০০।আরো একটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের। সেই বিশ্বকাপে এবারের মতো ফর্ম না থাকলেও বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে উঠে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল থাকবে সাকিবের।
Comments are closed.