January 15, 2025, 1:32 pm
প্রতিনিধি শ্যামনগরের আটুুলিয়ায় একইরাতে মসজিদ স্কুলসহ পৃথক চার স্থানে চুরির খবর পাওয়া গেছে। জানা গেছে, শুক্রবার রাতে নওয়াবেঁকী বাজার জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি সংঘটিত হয়েছে। মসজিদ কমিটির সভাপতি লোকমান আহম্মেদ জানান মসজিদের সামনে থাকা ইট দিয়ে গাঁথা দানবাক্সটি ওপরের অংশে লোহার শাবল দিয়ে ভেঙে টাকা নিয়ে যায় চোরেরা। একই রাতে মসজিদের পাশে অবস্থিত নওয়াবেঁকী কিন্ডার গার্টেন স্কুলে চুরির উদ্দেশ্যে চোরেরা হামলা চালায়। স্কুলের অধ্যক্ষ আল মামুন (নাইম) জানান, অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে থাকা স্টিলের আলমারিসহ টেবিলের তালা ভেঙে টাকা না পেয়ে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে চলে যায় চোরেরা। অন্যদিকে আটুলিয়া ইউনিয়নধীন বয়ারশিং চৌরাস্থা জামে মসজিদের ছোলারের ব্যাটারি ও মাইক সেট চুরির খবর পাওয়া গেছে। এছাড়া বড়কুপট কিত্তিরছিলির আলমের বাড়িতে সকালে চুরি সংঘটিত হয়েছে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। একই রাতে পাশাপাশি দুই স্থানের মসজিদসহ একটি বাড়িতে চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছে তারা
Comments are closed.