ডেস্ক: খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ৯০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের মোঃ মুনসুর আলী গাইনের ছেলে মোঃ জহুরুল ইসলাম এবং একই এলাকার মোঃ রজব আলী গাজীর ছেলে মোঃ বেল্লাল গাজী।খুলনা জেলা ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি খুলনার ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এস আই লুৎফর রহমান, ডুমুরিয়া থানা এলাকায় মাদক ও অস্ত্রগুলি উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় চুকনগর টু সাতক্ষীরা রোডের আঠারো মাইল সংলগ্ন কাঞ্চনপুর গ্রামস্থ পোড়াবাড়ীর মোড় থেকে উক্ত দুই ব্যক্তিকে আটক করেন। তাদের কাছ থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবির এসআই লুৎফর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে এজাহার দায়ের করেন।