October 31, 2024, 3:12 am
প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেলেন না ওয়াহাব রিয়াজ। বয়সও হয়ে গেছে ৩৮। সবদিক বিবেচনা এ পেসার এবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও মনোযোগ দিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন বলে জানিয়েছেন ওয়াহাব। বুধবার সোশ্যাল মিডিয়া টুইটারে অবসরের ঘোষণা দেন পাকিস্তানের গতিময় এই পেসার। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।
বিদায়ী বার্তায় ওয়াহাব বললেন, ‘অবসর পরিকল্পনা নিয়ে গত দুই বছর ধরেই বলে আসছিলাম যে, ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লক্ষ্য আমার এবং যে কোনো সময়ের চেয়ে এখন বেশি স্বস্তি পাচ্ছি যে, আমার দেশ ও জাতীয় দলকে আমার সর্বোচ্চটা দিয়ে সেবা করেছি।’ ওয়াহাব আরও বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল অনেক বড় সম্মান ও মর্যাদার। এই অধ্যায়কে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন অভিযান শুরু করার পথে আমি রোমাঞ্চিত, যেখান আশা করি বিশ্বের সেরা সব প্রতিভার সঙ্গে লড়াই করার পাশাপাশি দর্শকদের বিনোদন দিতে পারব এবং অনুপ্রাণিত করতে পারব।’
পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছেন তিনি ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ওয়ানডেতে তাকে সবশেষ দেখা গেছে ২০২০ সালের নভেম্বরে, টেস্টে ২০১৮ সালের অক্টোবরে। জাতীয় দলের হয়ে ২৭টি টেস্ট, ৯২টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াহাব। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচের ক্যারিয়ারে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২৭ টেস্টে ওয়াহাবের শিকার ৮৩ উইকেট। অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৫ উইকেট নেওয়ার পর ক্যারিয়ারে এই স্বাদ পেয়েছেন আর মাত্র একবার, ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
Comments are closed.