September 9, 2024, 11:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আমরা এখনো সেরা ক্রিকেট খেলতে পারিনি: ডমিঙ্গো

আমরা এখনো সেরা ক্রিকেট খেলতে পারিনি: ডমিঙ্গো

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরপর চার ম্যাচ হারার পর গত ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে ডাবল রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশে ভালো ক্রিকেট খেলতে পারেনি। তাই ফাইনালের আগে কোন দল ফেভারিট তা বলাটা বেশ কঠিন।সোমবার (২৩ সেপ্টেম্বর) ফাইনালের আগে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে সবাই ব্যস্ত সময় পার করেছেন। অাফগানিস্তানকে হারানোর কৌশল নিয়ে কাজ করেছন সবাই।অনুশীলন শেষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকেদের সাথে কথা বলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ত্রিদেশীয় সিরিজ জিতলে তিনি অবাক হবেন না বলেও জানান। ডমিঙ্গো বলেন, ‘আমরা জানি আফগানিস্তান খুব ভালো দল। কিন্তু আমরা জানি যে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আমাদের কৌশল ঠিক রেখে মানসিক ভাবে যদি প্রস্তুত থাকা। ফলে আফগানিস্তানকে হারানো সহজ হবে। আর এভাবে বাংলাদেশ জিতলেও অবাক হবো না।’তবে বাংলাদেশের উন্নতি করার অনেক জায়গা রয়েছে বলে মনে করেন প্রধান কোচ। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ তাদের সেরাটা দিতে পারেনি বলে মনে করেন তিনি। তার মতে, ‘আমরা এখনো আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। এখনো সময় রয়েছে ভালো করার, নির্দিষ্ট কিছু জায়গায় যেটা করতে পারলে ভালো খেলা সম্ভব। বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ৫-৬ ওভারে ২-৩টা উইকেট হারাচ্ছি। প্রথম ১০ ওভারে আমরা বেশি উইকেট হারিয়ে ফেলছি। এই জায়গাটাতে আরও বেশি মনোযোগী হতে হবে। ১৫ ওভারের মধ্যে যেনো ২টা উইকেটের বেশি হারাতে না হয়, যাতে শেষ ৫ ওভারে বেশি রান তোলায় মনোযোগী হতে পারি। এই জায়গাটাতে আমাদের উন্নতি করতে হবে বলে আমি মনে করি। আশা করি আমরা সেটা পারবো।’

ইনজুরির কারণে গত ম্যাচে খেলতে পারেননি লেগ স্পিনার আমিনুল ইসলাম। তিনি খেলবেন কিনা এমন প্রশ্নে ডমিঙ্গো বলেন, ‘এটা বলা খুব কঠিন। তার বাম হাতে তিনটা সেলাই পড়েছে যেটা তার বোলিং হাত নয়। কিন্তু খেলতে হলে শুধু বোলিং নয় ফিল্ডিংও করতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচের প্রযোজনীয় সময়ে ক্যাচ ধরতে হতে পারে। বোলিং করা সময় হাতে লাগতে পারে। কোচ হিসেবে আমি মনে করি পুরোপুরি ফিট না হয়ে খেলা উচিৎ না। তার পরিবর্তে অনেক ক্রিকেটার রয়েছে যারা খেলতে পারে।’ম্যাচের দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচটি দেরিতে হওয়ার পাশাপাশি ওভার কমিয়ে আসার সম্ভবনা রয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com