October 6, 2024, 10:35 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আমেরিকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৫

আমেরিকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৫

বিদেশের খবর : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২১ জন।টেক্সাসের স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে গাড়ি নিয়ে ওই বন্দুকধারী হামলা চালায় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো টেক্সাসে এ ধরনের ঘটনা ঘটলো।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি স্থানে পুলিশ ওই বন্দুকধারীর গাড়ি থামালে তাদের ওপরই প্রথম গুলি করা হয়। পরে অন্য গাড়ির আরোহী ও পথচারীদের ওপরও এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকধারী। এক পর্যায়ে ওই বন্দুকধারী তার নিজের গাড়ি ফেলে ডাক বিভাগের একটি গাড়ি হাতিয়ে নেয় এবং সেই গাড়ি থেকেই গুলি চালাতে থাকে। পরে ওডেসা শহরের একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।তাৎক্ষণিকভাবে টেক্সাস পুলিশের পক্ষ থেকে বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই বন্দুকধারী ত্রিশোর্ধ্ব বয়সের শেতাঙ্গ বলে জানা গেছে।ওডেসা শহরের পুলিশ প্রধান মাইকেল গার্কে সাংবাদিকদের বলেন, ‘গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২১ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’উল্লেখ্য, মাসখানেক আগে টেক্সাসের এল পাসো শহরে বন্দুকধারীর গুলিত ২২ জন নিহত হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com