February 17, 2025, 1:51 pm
আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, ‘বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম ত্যাগের ফলে একটি সবুজ ভূখন্ড বিশ্বের বুকে বাংলাদেশ নামে অঙ্কুরিত হয়েছে। কবিতার একজন পাঠক হিসেবে আমি মনে করি ‘আর দাবায়ে রাখতে পারবা না’ বঙ্গবন্ধু’র এই লাইনটি ছিল একটা বিদ্রোহ, একটি আলোচনা। কবিতার মতো অপরূপ কালজয়ী এই লাইনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু তাঁর জায়গায় অসীম। কোটি মানুষের কণ্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবি-লেখক আর পাঠকের মধ্যে সেতুবন্ধন হয়ে আছে বঙ্গবন্ধুর কবিতা। কবিতা, সাহিত্য-সাংস্কৃতি ঐশ্বরিক। আমি ব্যক্তিগতভাবে সাহিত্য-সাংস্কৃতি পছন্দ করি। সাতক্ষীরা জেলা সাহিত্য সাংস্কৃতিতে সম্মৃদ্ধ। আগামী দিনে এ জেলার সাহিত্যঙ্গণ আরো সম্মৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।’ শুক্রবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আবৃত্তিশিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসব কথা বলেন।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব’র উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মনিরুজ্জামান (মন্ময় মনির) সভাপতিত্বে ও কবি গুলশান আরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নব কুমার ঢালী। আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক কবি শেখ নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাতক্ষীরার সভাপতি আবু আফ্ফান রোজবাবু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ’র সাধারণ সম্পাদক ভাস্কর সুরেশ পান্ডে, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিয়ষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ প্রমুখ। আবৃত্তি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি কিশোরী মোহন সরকার, শুভ্র আহমেদ, মনিরুজ্জামান ছট্রু, এটিও মাসুদুর রহমান, প্রধান শিক্ষিকা মনিয়া সুলতানা, শিক্ষক পার্থ প্রতিম দাশ, এটিও শোভা রায়, শ্রাবন্তী ম-ল, তনিমা ঢালী, অদ্রী, তাছনিমাহ তুষ্টি, রাইন চৌধুরী প্রমুখ। কবিতা উৎসব সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানান বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মনিরুজ্জামান (মন্ময় মনির)।
Comments are closed.