January 3, 2025, 7:54 am
বরিশাল: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছে। তাই, যুদ্ধাপরাধীদের সন্তানরা আওয়ামী লীগ করতে পারবে না।বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। দক্ষিণাঞ্চলের উন্নয়নেও আমাদের সরকার সর্বাত্মক কাজ করে আসছে ও করবে।আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
Comments are closed.