আলীপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time :
Wednesday, July 17, 2019
-
199 দেখা হয়েছে
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন শাখার আয়োজনে ও অপসোনিন ফার্মা: এর সহযোগিতায় এক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালয় অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১ টায় মাহমুদপুর বাজারে আলীপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম: ডা: অহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি গ্রাম: ডা: আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক গ্রাম: ডা: আঃ ছাত্তার প্রমুখ। প্রশিক্ষই কর্মশালয় প্রশিক্ষণ প্রদান করেণ অপসোনিন ফার্মার এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম, ও এম পি ও খায়রুল বাশার। অনুষ্ঠানে বক্তারা অহেতুক এন্টিবায়োটিকের ব্যবহার বন্ধ, প্রত্যেক ওষধের ডোজ সম্পূর্ণ করা, যত্রতত্র স্টোরয়েড ঔষধ ব্যবহার বন্ধ করা সহ যেসব ডাক্তারদের প্রশিক্ষণ সার্ঠিফিকেট নাই তাদের দ্রুত প্রশিক্ষণ নেওয়ার জন্য বলেন।