October 6, 2024, 11:24 pm
আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের পরদিন সাক্ষরতা বানান ভুল লিখেই পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উদযাপনে উপজেলা চত্তরে একটি র্যালি বের হয়ে চত্তরেই শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বহু ভাষার স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’-এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। আধুনিক শিক্ষা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা কর্মকর্তা আবু মুছার পরিচালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনায় বক্তাগণ বর্তমান সরকার শিক্ষা নীতি প্রনয়নে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি বয়স্কদের জন্য সাক্ষর জ্ঞান প্রদান, প্রাক-প্রাথমিক শিক্ষা, ঝরে পড়া শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। প্রকল্পের বিভিন্ন কার্যক্রমকে বাস্তবায়নে সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন করতে হবে। তবেই আমরা শতভাগ সাক্ষরজ্ঞান সম্পন্ন হতে পারব। প্রসঙ্গত: সাক্ষরতা দিবসের পরদিন সাদামাঠাভাবে পালন করলেও ‘সাক্ষর’ বানাটি ব্যানারে লেখা হয় পুরাতন নিয়মে ‘স্বাক্ষরতা’। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে।
Comments are closed.