September 14, 2024, 11:22 am
আশাশুনিতে এক ইয়াবা ব্যবসায়ীসহ ৪ আসাীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই নাজিম উদ্দীন অভিযান চালিয়ে সিআর-৪৬৭/১৮ আসামী কাপসন্ডা গ্রামের নোয়াব আলি গাজীর ছেলে হাফিজুল গাজীকে গ্রেফতার করেন। এসআই বিল্লাল হোসেন শেখ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১১(০৭)/১৯ এর আসামী বড়দল গ্রামের মৃত ছদর উদ্দিন গাজীর ছেলে কামাল গাজীকে, এসআই বিজন কুমার সরকার নিয়মিত মামলা ২৪(৮)/১৯ এর আসামী ফকরাবাদ গ্রামের খয়বার গাজীর ছেলে সাইফুল গাজীকে গ্রেফতার করেন।অপরদিকে র্যাব-৬, সাতক্ষীরা এর একটি দল অভিযান চালিয়ে কাটাখালী বাজার হতে দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ফরহাদ গাজীকে ৪৭ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় ১৬(০৯)/১৯ নং মামলা রুজু করা হয়েছে।
Comments are closed.