October 22, 2024, 2:01 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আশাশুনিতে খাজরা ইউপি চেয়ারম্যানের হত্যা মামলা থেকে  মুক্তির দাবীতে মানববন্ধন

আশাশুনিতে খাজরা ইউপি চেয়ারম্যানের হত্যা মামলা থেকে  মুক্তির দাবীতে মানববন্ধন

আহসান উল্লাহ বাবলু: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যা মামলা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাজরা ইউনিয়ন পরিষদের সামনের প্রধান সড়কে খাজরা ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা শরবত হত্যা মামলার আসামি  চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিকে মামলা থেকে মুক্তির দাবি সম্মিলিত মুক্তির দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকাড সহকারে মানববন্ধনে এলাকার নারী, পুরুষ, শিশু, যুব কিশোররা অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, শিক্ষক পশুপতি রায়, ওয়ার্ড স্বেচ্ছাসবেকলীগ সভাপতি শ্যামাপদ ঘোষ, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি রিপিয়ান হোসেন, গ্রাম ডাক্তার দীনেশ রায়, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম কাজল, আনারুল ইসলাম গাজী, ইউপি সদস্য হোসেন আলি, রামপদ সানা, মহিলা মেম্বার তহমিনা খাতুন, সলেমান গাজী, আদম গাজী, ইদ্রিস সরদার, ফটিক চন্দ্র সানা, উত্তম মজুমদার, চিত্তরঞ্জন ঢালী প্রমুখ। বক্তাগণ বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের নয়নের মনি, চেয়ারম্যান ডালিম বঞ্চিত মানুষের চোখের পানি মুছে দিয়ে থাকেন, রক্ত নিয়ে হলি খেলা তার কাজ নয়। আ’লীগের একমাত্র কান্ডারী হিসাবে তিনি খাজরা ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা বিজয়া দশমীর উৎসবের দিনে এধরনের মানববন্ধনে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং জনমনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দেয়। মানববন্ধনের ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, মানববন্ধনের জন্য লিখিত আবেদন করা হয়, কিন্তু অনুমোদনের আগেই কার্যক্রম শুরু করা হয় এবং পুলিশ গিয়ে দেখে শেষ হয়ে গেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com