আশাশুনিতে মাদকদ্রব্যসহ পৃথক অভিযানে ছ’জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার এসআই বিজন কুমার সরকার ও এএসআই দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী উপজেলার শ্রীউলা গ্রামের হারুণ গাজীর পুত্র রুবেল গাজী ও কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামের রবিউল ইসলামের পুত্র মনিরুল ইসলামকে ১০ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ কমলাপুর গ্রাম হতে হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৬(১০)১৯ নং মামলা দায়ের হয়েছে। এদিকে, এসআই শেখ বিল্লাল হোসেন ও এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একই দিনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী উপজেলার শ্রীউলা মাঝের পাড়ার মৃত. কাদের সরদারের পুত্র আছা সরদার ও মইরুদ্দিন সরদারের পুত্র নজরুল ইসলাম অরপে নজুমকে মাদক বিক্রয়ের সময় আটক করে এ সংক্রান্ত তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় ১৭(১০)১৯ নং মামলা দায়ের হয়েছে। অপরদিকে, এসআই হাসানুজ্জামান ও এএসআই কায়ছারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের মৃত. আব্দুর রাজ্জাক সরদারের পুত্র আব্দুর রশিদ ও কালিগঞ্জের কালিকাপুর গ্রামের মৃত. আব্দুল বারী ঢালীর পুত্র আলাউদ্দীন ঢালীকে শ্রীউলা গ্রাম থেকে আটক করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় ১৮(১০)১৯ নং মামলা দায়ের হয়েছে।