January 3, 2025, 1:11 am
আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’১৯ (অনুর্ধ্ব-১৭) ৩য় রাউন্ডের ৩য় খেলায় দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। সোমবার উপজেলার দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল ৪ টায় খেলায় দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলে খাজরা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন নাসির উদ্দিন। সহযোগি রেফারী ছিলেন ফারুক হোসেন স্বপন, শেখ মনিরুজ্জামান ও আনিছুর রহমান। খেলা চলাকালীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসাীর মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম প্রমুখ। আজ বৃহস্পতিবার একই মাঠে ফাইনাল খেলায় দরগাহপুর ইউনিয়ন দল বনাম শ্রীউলা ইউনিয়ন দল মুখোমুখি হবে।
Comments are closed.